Saturday, August 30, 2025
HomeJust Inএক মঞ্চে দিলীপ-তন্ময়, দলবদলের জল্পনা

এক মঞ্চে দিলীপ-তন্ময়, দলবদলের জল্পনা

ওয়েব ডেস্ক: ক্রিজে দিলীপের সঙ্গে তন্ময়। ময়দানে ব্যাট হাতে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আর উইকেটকিপার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। আবার তন্ময় ব্যাট করলে কিপার দিলীপ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরের হরিরামপুরের একটি ক্লাবের মঞ্চে একসঙ্গে দেখা গেল দুই নেতাকে। তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা।

সিপিএমের সঙ্গে তন্ময়ের সম্পর্কে দড়ি টানাটানি চলছে। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তন্ময় ভট্টাচার্য কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অন্তত আজকের ভিডিয়ো দেখে এই প্রশ্ন আরও জোরাল হল। তবে দিলীপ ঘোষকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি জানান, পুরনো বন্ধু একসঙ্গে বিধানসভায় ছিলাম। দেখা হল। তন্ময় ঘোষও বলেন, বন্ধুত্বের সম্পর্ক যখন রয়েছে। অনেক আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ৩০০ বছর পর মন্দিরে পুজোর অনুমতি পেলেন নিম্ন বর্ণের মানুষজন

কিন্তু খটকা থেকেই গেল, বিধানসভার আগে দলবদল কি হচ্ছে?

দেখুন অন্য খবর: 

Read More

Latest News